মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৩

কম্পিউটার গতি কমে গেছে ? আসুন এখানে কিছু সমাধান আছে ।windows 7

কম্পিউটার গতি কমে গেছে ? আসুন এখানে কিছু সমাধান আছে ।windows 7
অনেক দিন অপারেটিং না দিলেও কম্পিউটার স্লো হয়ে যায়। কিন্তু ইচ্ছা করলেই এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এজন্য প্রতিদিন অনুসরণ করতে হবে কিছু টিপস। এর মাধ্যমেই বেড়ে যাবে কম্পিউটারের গতি।
windows 7 এর জন্য
প্রথমেই Start বাটন থেকে সুরু করেন আর চিত্র উনুসরন করুন ।
১—
Display 1 (09-05-2013 14.05.17)

২—
Display 1 (09-05-2013 14.05.58)

৩—
Display 1 (09-05-2013 14.06.20)



--এরপর আবার Start এ ক্লিক করে Run এ যান Prefetch লিখে Enter চাপুন। এখন যে ফাইলগুলো ওপেন হবে সব Delete করে দিন।

Display 1 (09-05-2013 14.09.02)


একইভাবে, Run এ গিয়ে যথাক্রমে recent, temp, %temp% লিখে Enter চাপুন। ওপেন হওয়া ফাইলগুলো Delete করে দিন।
কম্পিউটারের গতি যদি বাড়িয়ে যায় তবে আমার আম্মার জন্য একটু দোয়া করবেন । কারন আমার মা আজকে হাঠাত করে অসুস্ত হয়ে গিয়ে ছিলো । তাই আমি আজকে আমার জীবনের সবচেয়ে বেশী ভয়পাই ছিলাম । সবাই ভাল থাকরেন আর আইডিয়ার সাথেই থাকবেন ।

0 মন্তব্য(গুলি) :

একটি মন্তব্য পোস্ট করুন

CU.CC: Free Domain Registration + FREE DNS Services Web hosting
 
Copyright © . বিডি টেক - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger