মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৩

মোবাইল ফোনের কিছু সিক্রেট কোড

 
বর্তমানে মোবাইল ফোনে স্ট্যান্ডার্ড বলতে কিছুই অবশিষ্ট নেই ঠিকই, কিন্তু সব সুবিধা যে সবার জন্য উন্মুক্ত থাকে তাও নয়৷ কিছু কিছু সুবিধা থাকে লুকায়িত, যা সিক্রেট কোড হিসেবে পরিচিত৷ এ লেখায় মোবাইল ফোনের কিছু সিক্রেট কোড ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে৷
মোবাইল ফোনের সিক্রেট কোড
মোবাইল ফোনের কিছু সিক্রেট কোড জানা থাকলে মোবাইল ফোনসেট সংক্রান্ত কিছু তথ্য জানা যায়৷ যেমন- ফোনসেটটি কত সালে তৈরি হয়েছে, ব্যবহৃত সফটওয়্যারের ভার্সন কত ইত্যাদি জানা সম্ভব৷
০১. IMEI কোড : আইএমইআই অর্থ হলো ইন্টারন্যাশনালমোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি৷ জিএসএম মোবাইল ফোরে IMEI দেখার জন্য টাইপ করুন *#06#৷ প্লাটফর্ম : নোকিয়া, সনি এরিকসন, স্যামসাং, মটোরোলা৷
০২. সফটওয়্যার ভার্সন : মোবাইল ফোনসেটটির সফটওয়্যার কত সালে তৈরি এবং কোন ভার্সন তা দেখার জন্য টাইপ করুন *#9999#, *#0837# ,*#0000#৷
০৩. হার্ডওয়্যার ভার্সন : কত সালে মোবাইল ফোনসেটটি তৈরি হয়েছে তা দেখার জন্য টাইপ করুন *#8888#*9998#৷
মোবাইল ফোনের কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা
অটো রিডায়াল : কল করার পর কানেকশন না পেলে মোবাইল ফোনের ডিসপ্লেতে Call Failed আসে কিন্তুু অটো রিডায়াল on করা থাকলে কল না হয়ে ওই নম্বরে কল যাবে যতক্ষণ পর্যন্ত সংযুক্ত না হবে৷
অটো আনসার : অটো আনসার করা থাকলে ২-৩টি রিং হবার পর Phone Answer হয়ে যাবে৷
অটো ডিসপ্লে : এই অপশনটি on করা থাকলে প্রতিবার কল করার পর কলের ডিটেলস ডিসপ্লেতে দেখাবে৷
অটোমেটিক কী লক : এ অপশনটি on থাকলে সাধারণত ১০-৩০ সেকেন্ড পর্যন্ত কোনো কী না চাপলে কীপ্যাড লক হয়ে যাবে৷
কল ওয়েটিং : কল ওয়েটিং এমন একটি পদ্ধতি যা মোবাইল ফোনে একটি নম্বরে কথা বলার সময় অন্য আরেকটি কলকে অপেক্ষায় রাখে এবং ইউজারকে নতুন কলের সঙ্কেত প্রদান করে৷
কল হোল্ডিং : কল হোল্ডিংয়ের মাধ্যমে ব্যবহারকারী কারেন্ট কলকে হোল্ড করে রাখতে পারেন৷ এ অবস্থায় একজন ব্যবহারকারী ফোন বুকের কোনো নির্দিষ্ট নম্বর খুঁজতে পারবেন ও এসএমএস পড়তে পারবেন৷
কল ডাইভার্ট : কল ডাইভার্টে ব্যবহারকারী ইচ্ছে করলে ইনকামিং কোনো কলের উত্তর না দিয়ে তা অন্য কোনো ফোন নম্বরে প্রেরণ করতে পারেন৷
ডুয়াল মোড : দুটি ভিন্ন ফ্রিকোয়েন্সি একই প্রযুক্তিতে ব্যবহার করতে সমর্থ যেসব ফোন তাকেই ডুয়াল ফোন বলে৷
ইনস্টল : কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে কার্যকর করে স্থাপন করার জেটুএমই প্রক্রিয়াকে বলে ইনস্টল৷
নোকিয়া সেটে সফটওয়্যার ইনস্টল ও রিমুভ পদ্ধতি
মোবাইল ফোনে সফটওয়্যার ইনস্টল করার জন্য যেতে হবে মেনু তারপর টুলস থেকে ফাইল ম্যানেজারে৷ যে সফটওয়্যারটি ইনস্টল করতে চান তা আপনার ফোন মেমরি/মেমরি কার্ড থেকে সিলেক্ট করে Ok চাপুন৷ এরপর সফটওয়্যারটি কোথায় ইনস্টল করবেন তা সিলেক্ট করে Ok চাপুন৷ সফটওয়্যারটি ইনস্টল হবার পর স্ক্রিনে একটি মেসেজ আসবে Are you sure you want to open this software now? যদি ওপেন করতে চান তাহলে Ok চাপুন৷
মোবাইল ফোনে সফটওয়্যার রিমুভ করার জন্য যেতে হবে মেনু থেকে, টুলস থেকে ম্যানেজারে৷ যে সফটওয়্যারটি রিমুভ করতে চান তা সিলেক্ট করে Ok করলে স্ক্রিনে আসবে Are you sure you want to remove this software permanently? Ok চাপুন রিমুভ হয়ে যাবে৷

0 মন্তব্য(গুলি) :

একটি মন্তব্য পোস্ট করুন

CU.CC: Free Domain Registration + FREE DNS Services Web hosting
 
Copyright © . বিডি টেক - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger