বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৩

পিসিতে জিপি ফ্রি ইন্টারনেট ফুল স্পীডে আনলিমিটেড ব্রাউজিং & ডাউনলোডিং……

আজ আপনাদের মাঝে চলে এলাম জিপি এর ফ্রি ইন্টারনেট নিয়ে।রক্তচোষা জিপি আমাদর কিভাবে যে শোষন করছে তা সম্পর্কে আপনারা ভালই জানেন। তো চলুন শুরু করে আজকের টিউন।

প্রথমে নিচের লিন্ক থেকে সফটওয়ার গুলো ডাউনলোড করুন।
1. Proxyfier
2. Reconnect
প্রথমে আপনার জিপি সিমটি নোকিয়া পিসি সুইট অথবা জিপি মডেম দিয়ে পিসিতে কানেক্ট করুন। শুধু  সেটিংস থেকে APN হিসাবে gpmms লিখুন।
Nokia PC Suite থেকে Connect to the Internet এ যান।

এরপর Settings এ ক্লিক করে চিত্রানুযায়ী করুন।


এবার Proxyfier ইনস্টল করে ওপেন করুন। রেজিস্ট্রেশন করার জন্য Key হিসাবে KFZUS-F3JGV-T95Y7-BXGAS-5NHHP দিন।
এবার Proxyfier ওপেন  করে বামদিকে কোনায় Proxy servers এ ক্লিক করুন।

এবার নিচের চিত্রের ন্যয় করুন।


হয়ে গেলে এবার Reconnect সফটওয়ারটা ওপেন করুন। ৩মিনিট পর ডিসকানেক্ট হয়ে গেলে এটি আবার মডেমকে কানেক্ট করে দেবে।
এখন আপনি যে কোনো ব্রাউজার দিয়ে ফুল স্পীডে ব্রাউজ ও ডাউনলোড করতে পারবেন।
এবার চিত্রানুযায়ী IDM কে কনফিগার করুন।



কোনো প্রকার সমস্যা হলে কমেন্ট করুন। আমি যথাসাধ্য চেষ্টা করবো।

0 মন্তব্য(গুলি) :

একটি মন্তব্য পোস্ট করুন

CU.CC: Free Domain Registration + FREE DNS Services Web hosting
 
Copyright © . বিডি টেক - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger