মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৩

বিশ্ববিখ্যাত পেন ড্রাইভ নির্মাণকারী প্রতিষ্ঠান টুইনমস আনছে স্মার্টফোন

বর্তমানে স্মার্টফোন এর হিড়িক পরে গিয়েছে। যেখানে যাবেন শুধু স্মার্টফোন এর কথা। সেই সাথে নতুন নতুন অনেক কোম্পানি শুরু করেছে নতুন করে স্মার্টফোন নির্মাণ। মজার কথা হচ্ছে একটি জরিপে দেখা গিয়েছে আগামী ২০ বছর পরে বাজারে শুধু মাত্র স্মার্টফোন এ পাওয়া যাবে, হয়ত নতুন করে আরো কিছু কোম্পানি এই নির্মাণ কাজে শিগ্রহি নামছে।
http://tp.media.tunerpage.com/wp-content/uploads/2013/09/twinmos.jpg

এবার পিছিয়ে নেই বিশ্ববিখ্যাত পেন ড্রাইভ নির্মাণকারী প্রতিষ্ঠান টুইনমস আনছে স্মার্টফোন। কোম্পানিটি বাজারে আসছে স্কাই-ভি ৫০১ মডেলের নতুন ফোন।
নতুন এই ফোনে আছে ১.২ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর,
অ্যান্ড্রয়েড জেলিবিন অপারেটিং সিস্টেম ৪.২,
৫ ইঞ্চি ক্যাপ্টাটিভ ডিসপ্লে,
ফ্ল্যাশসহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা ও সামনে ৩ মেগাপিক্সেল ক্যামেরা,
১ জিবি র‍্যাম,
ইন্টারনাল স্টোরেজ ১জিবি এবং ব্লুটুথ, জিপিএস,
এম সেন্সর সুবিধা সমূহ।
এতে আছে ২৮০০ অ্যাম্পিয়ার ব্যাটারি।
বাজার বিশ্লেষকদের ধারনা ফোনটি সুলভ মূল্যে পাওয়া যাবে। তবে কোম্পানিটি এখনো এর মূল্য প্রকাশ করেনি।

উৎস: উইকি পিডিয়া/ গুগল/ অন্য ব্লগ/ সাইট

0 মন্তব্য(গুলি) :

একটি মন্তব্য পোস্ট করুন

CU.CC: Free Domain Registration + FREE DNS Services Web hosting
 
Copyright © . বিডি টেক - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger