মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৩

PDF ফাইলের পাসওয়ার্ড রিমোভ করুন।

PDF ফাইলের পাসওয়ার্ড রিমোভ করুন।
আসসালামু আলাইকুম। আশা করি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আজ আপনাদেরকে একটি সফটওয়্যার উপহার দিব। নাম দেখে বুঝে ফেলেছেন অনেকে।
যায় হোক কাজের কথায় আসি। আমরা সবাই কোন কিছু পড়ার জন্য PDF ফাইলে পড়তে পছন্দ করি। তবে কিছু PDF ফাইল আছে যেগুলো কপি করা যায়না। কিন্তু আমরা অনেকে জানিনা যে এগুলো আসলে পাসওয়ার্ড দেয়া। কিন্তু অনেক ক্ষেত্রে এই লেখাগুলো কপি করার প্রয়োজন হয়। তখন আমাদের মাথা কিছুটা খারাপ হয়। আমারও অনেকবার এই ধরনের সমস্যা হয়েছিল। অনেক খোঁজ করার পর একটা সমাধান পেলাম।
সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। সফটওয়ার এর নাম  “Wondershare PDF Password Remover”
একদম ছোট একটা সফটওয়ার মাত্র ৪.৭২ এমবি। Serial Key সহ দিলাম।
যাদের দরকার ডাওনলোড করে নিতে পারেন।

0 মন্তব্য(গুলি) :

একটি মন্তব্য পোস্ট করুন

CU.CC: Free Domain Registration + FREE DNS Services Web hosting
 
Copyright © . বিডি টেক - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger