Home » টিপস-এন্ড-ট্রিকস » আউটসোর্সিং এর বিষয়ে কিছু টিপস
মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৩
আউটসোর্সিং এর বিষয়ে কিছু টিপস
আজ আমি আপনাদের আউটসোর্সিং এর সম্পর্কে কিছু টিপস দেব। যারা নতুন আউটসোর্সিং করছে তাদের জন্য এগুলো কিছুটা হলেও উপকার দেবে।
আউটসোর্সিং এর টিপস
১) প্রথম প্রথম কাজ পেতে কয়েক মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। তাই, হতাশ না হয়ে বিড বা নিলামে অংশ নিতে হবে।
২) শুরুর দিকে যত কম মূল্যে বিড করা হবে কাজ পাওয়ার সম্ভবনা ততই বাড়বে।
৩) সম্ভব হলে বিড করার আগেই যদি কাজটি সম্পন্ন করে দেখাতে পারেন এবং গ্রাহক যদি পছন্দ করে তাহলে প্রকল্প প্রাপ্তি অনেকটাই নিশ্চিত।
৪) কোন কাজ না পারলে সেখানে কখনই বিড করা উচিত নয়।
৫) ইন্টারনেটে নানা ধরনের কাজ পাওয়া যায়। আপনি যে কাজই করে থাকুন না কেন, সেটাতে দক্ষ হয়ে উঠলে তবেই কাজের জন্য আবেদন করবেন।
৬) সাধারণত যেসব কাজ একটু কঠিন এবং যেসব কাজে কম বিড পড়ে সে রকম কাজ
পাওয়ার সম্ভবনা বেশি থাকে। তাই, কাজ শুরু করার আগে সব ধরনের কাজ একটু
পর্যবেক্ষণ করে নিজেকে তৈরি করে নিন।
৭) আউটসোর্সিং এর কাজ করতে হলে
ইন্টারনেট এ অবশ্যই পারদর্শী হতে হবে। অন্তত, প্রকল্পের চাহিদা বোঝা এবং
সে অনুযায়ী গ্রাহকের সঙ্গে সাবলীল ভাবে যোগাযোগ করা ক্ষমতা থাকা দরকার।
৮) একটি প্রকল্প সম্পর্কে পূর্ণ ধারনা না নিয়ে কাজ শুরু করা উচিত নয়। কাজ
শুরু করার পূর্বে, ক্লায়েন্টের সঙ্গে ভালোভাবে বুঝে নিন সে কি চায়।
৯) সম্পূর্ণ কাজকে কয়েকটি ধাপে ভাগ করুন ও প্রতিটি ধাপ শেষ হওয়ার পর টা কায়েন্টকে দেখান।
১০) কাজের সময়সীমা শেষ হওয়ার আগেই কাজ শেষ করুন ও গ্রাহকের কাছে পাঠিয়ে দিন।
আউটসোর্সিং কাজের কয়েকটি ওয়েবসাইটঃ
৩) www.guru.com
Related Posts
- CU.CC ডোমেইন ২ বছরের জন্য একদম ফ্রী এবং জেনে নিন ডিএন এস সেটাপ এবং জোন রেকর্ড এবং ইউআরএল ফরওাডিং
- অনলাইনে সহজে আয়কর www.incometax.gov.bd
- বাংলাদেশ থেকে ভেরিফাই পেপাল অ্যাকাউন্ট করে টাকা আনার সহজ উপায় ও সাথে নিন ফ্রী মাস্টার কার্ড এবং আমেরিকার একটি ভার্চুয়াল ব্যাংক অ্যাকাউন্ট !!!
- মোবাইল ফোনের কিছু সিক্রেট কোড
- অনলাইনে আয়ের এর চেয়ে সহজ পদ্ধতি নেই! একটি সফটওয়ার ইন্সটল করে পিসিতে চালু রাখলেই আয়
Stay Tuned with our News Letter
Don't miss out on the latest
news, sign up for our Newsletter.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
bd tips tech the best bangla tech site
উত্তরমুছুন