মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৩

অবশেষে থ্রী জি পেল চারটি মোবাইল অপারেটর।

অবশেষে থ্রী জি পেল চারটি মোবাইল অপারেটর।
নিলামে জিতে প্রতি মেগাহার্টজ ২ কোটি ১০ লাখ ডলারে তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তির (থ্রিজি) ১০ মেগাহার্টজ তরঙ্গ কিনছে দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন।
দেশের চার বেসরকারি মোবাইল ফোন অপারেটর রাজধানীর হোটেল রূপসী বাংলায় এই নিলামে অংশ নেয়।
তবে ১০ মেগাহার্টজ তরঙ্গের জন্য প্রথম বিডে গ্রামীণ ফোন ছাড়া আর কোনো প্রতিষ্ঠান অংশ নেয়নি। ওই দামে অন্য কোনো অপারেটরও ১০ মেগাহার্টজ তরঙ্গ নিতে রাজি হয়নি।
দ্বিতীয় ধাপে ৫ মেগাহার্টজ করে তরঙ্গ বরাদ্দ পয়েছে রবি, এয়ারটেল ও বাংলালিক।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ৪০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দের জন্য এ নিলাম ডেকেছে। নিলামে ২৫ মেগাহার্টজ তরঙ্গ বিক্রি হলেও এখন ১৫ মেগাহার্টজ অবিক্রীত রয়েছে।
নিলামে গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও এয়ারটেল অংশ নেয়। সিটিসেল নিলামে অংশ নেয়নি।
টেলিটক ২০১২ সালের অক্টোবর থেকে পরীক্ষামূলক থ্রিজি সেবা দিচ্ছে। টেলিটক এই নিলামে অংশ না নিলেও নিলামে ওঠা দাম তাদের পরিশোধ করতে হবে।
গত ২৯ অগাস্ট নিলামে অংশ নিশ্চিত করতে বিড আর্নেস্ট মানি জমা দেয় বেসরকারি চার মোবাইল ফোন অপারেটর।

0 মন্তব্য(গুলি) :

একটি মন্তব্য পোস্ট করুন

CU.CC: Free Domain Registration + FREE DNS Services Web hosting
 
Copyright © . বিডি টেক - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger