Home » স্মার্টফোন » আলা কুরান এখন আমার অ্যান্ড্রয়েড মোবাইলে
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৩
আলা কুরান এখন আমার অ্যান্ড্রয়েড মোবাইলে
পবিত্র কুরআর শরীফের বাংলা অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করেছে
অরেঞ্জবিডি। প্রতিষ্ঠানটির সিনিয়র প্রোগ্রামার মো. মুনির হোসেন এই
অ্যাপ্লিকেশনটি ডেভেলপ করেছেন। বিনামূল্যে ডাউনলোড করা যাবে এই অ্যাপসটি।
এর মাধ্যমে পবিত্র কুরআন শরীফ আরবি ফন্ট সমর্থিত যেকোনো অ্যান্ড্রয়েড
ডিভাইসেই পাঠ করা যাবে। আরবিতে পুরো কুরআন শরীফ ছাড়াও এই অ্যাপ্লিকেশনে
রয়েছে বাংলায় অনুবাদ। পাশাপাশি প্রতিটি সূরার নাজিলকৃত স্থান, আয়াত নং,
সূরার ক্রম, শানে নূজুল প্রভৃতি বিস্তারিত তথ্যও রয়েছে এতে। সূরায় যেসব
আয়াতে সেজদা বা রুকু দিতে হবে, সেসব আয়াতে বিশেষ নির্দেশনাও প্রদান করা
হয়েছে। কোনো পাঠক এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে কুরআন তিলওয়াতের সময়
যতটুকু পড়েছেন, ততটুকু চিহ্নিত করে রাখতে পারেন। পরে পড়ার সময় আবার ওই
স্থান থেকে শুরু করতে পারবেন। ইতোমধ্যেই এই অ্যাপসটি বাংলাদেশ থেকে ডাউনলোড
হয়েছে ৬৮ হাজার বারের বেশি। আর বিশ্বব্যাপী ডাউনলোডের সংখ্যায় ২ লক্ষ
পেরিয়ে গেছে। এই অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিংক । আমরা সকলো আমাদের এই ভাই কে দোয়া করি যেন তিনি ইসলামের জন্য আরো অনেক কিছুকরতে পারে ।আল্লাহতালা তাকে দীর্ঘ জীবি করুন আলআমিন ।
Related Posts
Stay Tuned with our News Letter
Don't miss out on the latest
news, sign up for our Newsletter.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 মন্তব্য(গুলি) :
একটি মন্তব্য পোস্ট করুন